Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

এ কার্যালয় হতে নিম্নলিখিত সেবা সমূহ প্রদান করা হয়ে থাকে।

ক্রঃ নং

বিষয়

কার্যক্রম

০১

অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি)

 

ওয়েজকস্ট

ননওয়েজকস্ট

ক) গ্রামীণ মাটির রাস্তা তৈরী এবং মেরামত

 খ) গ্রামীণ স্কুল, কলেজ, ঈদগাহ মাঠ, গোরস্থান, হাট-বাজার বিভিন্ন মাঠে মাটি ভরাট করণ।

গ) ছোট, ছোট বাঁধ নির্মাণ।

ঘ) ছোট, ছোট ডোবা নালা সংস্কার।

ক) বৃক্ষরোপন, স্যানিটারী ল্যাট্টিন, বাঁশের সাঁকো, বক্স কালভার্ট, রাস্তার ঢাল, ইউড্রেন নির্মাণ ইত্যাদি।

০২

কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচী (কাবিখা)

ক) গ্রামীণ রাস্তাঘাট নির্মাণ।

খ) স্কুল কলেজের মাঠ উন্নয়ন।

গ) প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ গ্রামীণ অবকাঠামো নির্মাণ বা পূনঃ নির্মাণ করা।

০৩

গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর)

ক) গ্রামীণ ছোট, ছোট রাস্তা মেরামত।

খ) শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন, কবরস্থান, ঈদগাহ মাঠ, হাট-বাজার উন্নয়ন ইত্যাদি।

০৪

(ভিজিএফ) ভালনাবাবল গ্রুপ ফিডিং

ক) গ্রামের অতিদরিদ্রদের জন্য ভিজিএফ এর মাধ্যমে সাহায্য করা হয়।

     সরকারের বিশেষ প্রয়োজনে গরিব দুখিদের মাঝে ভিজিএফ প্রদান করা হয়।

 

০৫

সাধারন বরাদ্দ (জিআর)

ক) জিআর এর মাধ্যমে গ্রামের বিভিন্ন ধর্মীয় উৎসব, এতিমখানা, কিত্তন, নামজজ্ঞ, ইসলামিক জালসায় জিআর বরাদ্দ দেওয়া হয়।

০৬

ব্রিজ কালভার্ট নির্মাণ ও বন্যা আশ্রয় কেন্দ্র

ক) গ্রামীণ ছোট, ছোট রাস্তায় চলাচলের জন্য প্রয়োজনীয় ব্রিজ এবং কালভার্ট নির্মাণ করা হয়।

বন্যার সময় গ্রামের জনসাধারনের সুবিধার জন্য বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হয়।